রিয়াদ, ০৬ এপ্রিল – সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি শনিবার জানিয়েছে, বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য এক সপ্তাহে ১৮ হাজার ৪০৭ জনকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ।
এর মধ্যে ১২ হাজার ৯৯৫ জন আবাসন আইন লঙ্ঘন, ৩ হাজার ৫১২ জনের বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘন এবং আরও ১ হাজার ৯০০ জনের বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করায় ১ হাজার ২৬০ জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে ৬৬ শতাংশ ইথিওয়ার, ২৮ শতাংশ ইয়েমেনের এবং ৬ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি দেশটিতে পরিবহন, আশ্রয় প্রদানসহ অবৈধভাবে প্রবেশে সহায়তা করে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া ১০ লাখ রিয়াল (২ লাখ ৬০ হাজার ডলার) পর্যন্ত জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৬ এপ্রিল ২০২৫