সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এবার ঈদ হতে পারে রোববার (৩০ মার্চ)। আজ শনিবার (২৮ মার্চ) চাঁদ দেখার ওপর নির্ভর করছে দেশগুলোতে ঈদ কবে হবে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
;
ভারতে এই বছর ঈদ হতে পারে রোববার (৩০ মার্চ) অথবা সোমবার (৩১ মার্চ। তবে সোমবার হওয়ার সম্ভাবনা বেশি। কেন্দ্রীয় সরকারের ছুটির ক্যালেন্ডার অনুসারে, ২০২৫ সালে ঈদুল ফিতর ৩১ মার্চ পড়ে এবং ভারতে ঈদের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সঠিক তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করবে।
কুয়েতে আজ শনিবার (২৯শ মার্চ) চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আহামিকাল কুয়েতে উদযাপিত হবে। যদি আগামীকাল ঈদ হয়, তাহলে কুয়েতের জনগণের জন্য তিন দিনের ছুটি থাকবে।
দক্ষিণ এশীয় দেশ পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সাধারণত মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দেশগুলোর তুলনায় একদিন দেরিতে রমজান শুরু হয়। সুতরাং, এই দেশগুলোতে ২০২৫ সালের ঈদুল ফিতর সোমবার (৩১ মার্চ) হবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স , জার্মানি ও সৌদি আরবের স্থানীয় চাঁদ দেখা রিপোর্ট অনুযায়ী ঈদ উদযাপন করা হবে। ঈদের তারিখ নিশ্চিত করার জন্য মাগরিবের নামাজের পর শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হবে।