এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সৌদি আরবের তাইফে শেষ হল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি। প্রস্তুতির প্রথমপর্ব শেষ হল। ১১ দিন দেশটিতে অনুশীলন ক্যাম্প শেষে সোমবার রাত পৌনে ১১টায় ঢাকার পথে রওনা হবেন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা।
সৌদিতে বাংলাদেশ দল সোমবার শেষদিনের অনুশীলন করেছে। পরে কথা বলেছেন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা, মিডফিল্ডার সৈয়দ শাহ কাজেম কিরমানী এবং ফরোয়ার্ড আল আমিন। দারুণ ব্যবস্থাপনায় অনুশীলনের সুযোগ দেয়ায় সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশের কোচ।
ক্যাবরেরা বলেছেন, ‘ইতিবাচক, প্রায় দুই সপ্তাহ উন্নত ব্যবস্থাপনায় অনুশীলনের সুযোগ পেয়েছি। সৌদি ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। আমাদের পরবর্তী গন্তব্য ঢাকা, তারপর আমরা শেষ সপ্তাহে ভারতের পথে রওনা হব। এটাই আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
মিডফিল্ডার সৈয়দ শাহ কাজেম কিরমানী অনুশীলন ক্যাম্প নিয়ে বলেছেন, ‘এ ক্যাম্পটি আমাদের দলের জন্য উপকারী হয়েছে। এটি সবার কাছে বেশ চাহিদাপূর্ণ, কারণ সবাই সে কথাই বলছেন। এখানে আমরা ১২দিন ছিলাম। এখানে একটাই কথা বলতে হয়, সবার কাছে বেশ চাহিদা এটার। সবাই একসাথে অনুশীলন করে একতা হয়েছে এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এখানে যা করেছি ভারতে গিয়ে সেটা কাজে লাগাব।’
প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফরোয়ার্ড আল আমিন। তিনি বলেছেন, ‘দলের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। কোচ যেটা চাইছে সেটা দেয়ার চেষ্টা করছি। যদি আমার একাদশে জায়গা হয় বা দলে থাকতে পারি, সেরাটা দিয়ে চেষ্টা করব। দেশবাসী আমাদের উপর আস্থা রেখেছে। আমাদের এখনকার লক্ষ্য ভারত, তাদের বিরুদ্ধে ম্যাচ জিততে হবে।’
ভালো প্রস্তুতির পর বাংলাদেশের জন্য আরও একটি সুখবর রয়েছে। প্রথমবার জাতীয় দলে খেলার জন্য ইংল্যান্ড থেকে বাংলাদেশের পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ বংশোদ্ভূত বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডার শনিবার রাতে রওনা হন। সোমবার দুপুরে সিলেটে নামেন।