সৌদিতে যে সিনেমাটি পেল ১ কোটি ২৫ লাখ টাকা পুরস্কার

সৌদিতে যে সিনেমাটি পেল ১ কোটি ২৫ লাখ টাকা পুরস্কার

এবারের রেড সি উৎসবে প্রথমবারের মতো প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় বাংলাদেশের সিনেমা সাবা। উৎসবে অংশ নিয়েছিলেন পরিচালক মাকসুদ হোসাইন ও প্রধান চরিত্রের অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে সিনেমাটি কোনো পুরস্কার পায়নি। উৎসবে প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি। ৫ তারিখে শুরু হয়ে উৎসবটি শেষ হয় গতকাল ১৪ ডিসেম্বর।

একনজরে উৎসবের মূল পুরস্কারগুলো

গোল্ডেন বেস্ট ফিচার ফিল্ম: রেড পাথ

সেরা অভিনেতা: মাহমুদ বাকরি

সেরা অভিনেত্রী: মরিয়ম শেরিফ

চোপার্ড ইমার্জিং সৌদি ট্যালেন্ট: রৌলা দাখেলাল্লাহ

সিলভার বেস্ট ফিচার ফিল্ম: টু আ ল্যান্ড আননোন

সেরা পরিচালক: লটফি আচৌর

জুরি প্রাইজ: খালেদ মানসুর

সেরা তথ্যচিত্র: স্টেজ অব সাইলেন্স

সেরা চিত্রনাট্য: ওদয় রাশিদ

সিনেম্যাটিক অ্যাচিভমেন্ট: টু কিল আ মঙ্গোলিয়ান হর্স

Scroll to Top