সৌদিতে পাচারকালে ২৪ লাখ ইয়াবা আটক

সৌদিতে পাচারকালে ২৪ লাখ ইয়াবা আটক
সৌদিতে পাচারকালে ২৪ লাখ ইয়াবা আটক

আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরবকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করার লক্ষে মাদকদ্রব্য পাচারকারীচক্র দল উঠে পড়ে লেগেছে, প্রতিনিয়তই সৌদিতে পাচার হওয়া এসব মাদকদ্রব্যের বিপুল পরিমাণ চালান আটক করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় গতকাল জেদ্দা এবং খালি কোয়ার্টার বন্দরে ২৪ লাখের বেশি ক্যাপ্টাগন (ইয়াবা) ট্যাবলেট পাচারের ২টি  চালানকে আটক করতে সক্ষম হয়েছে ৷

সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তা বহিনী জানায় যে, দুটি বন্দর দিয়ে সৌদি আরবে আসা চালানের ভিতরে লুকানো ক্যাপ্টাগন পিলগুলি খুঁজে পাওয়া যায় যা পাচার হওয়ার হাত থেকে রক্ষা করা হয়।

জানা যায়,মাদকদ্রব্যের প্রথম চালানটি খালি কোয়ার্টার নামক বন্দরের ভিতরে লুকায়িত অবস্থায় পাওয়া যায়,এতে ১.২ মিলিয়নেরও বেশি ক্যাপ্টাগন পিল খুঁজে পাওয়া যায়।

অপরদিকে জেদ্দা ইসলামিক বন্দরে দ্বিতীয় চালানের একই পরিমাণ ক্যাপ্টাগন বড়ি জব্দ করা হয় যা একটি সিমেন্টের চালানের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল।

সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তা বহিনী জড়িত ৬জনকে গ্রেপ্তার করেছে যারা উক্ত ক্যাপ্টাগন বড়িগুলো গ্রহণ করতে এসেছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে পাবলিক প্রসিকিউশনের পাঠানো হয়েছে ।

Scroll to Top