সৌদি ফুটবলে আল-নাসেরের হয়ে তিন বছরেও ট্রফি জয়ের অপূর্ণতা রয়েই গেল ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি সুপার কাপের ফাইনালে গোল করেও আরও একবার খালি হাতে ফিরতে হল পর্তুগিজ কিংবদন্তির। ট্রাইব্রেকারে আল আহলির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে আল নাসেরের।
শনিবার হংকং স্টেডিয়ামে ফাইনালে ম্যাচটি ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। পরে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হেরে যায় আল নাসের।
আল-নাসরের হয়ে গোল করেন রোনালদো এবং মার্সেলো ব্রোজোভিচ। আল-আহলির হয়ে গোল দুটি করেন ফ্রাঙ্ক কেসি ও রজার ইবানেজ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলে দুদল। ৩৮ মিনিটে আহলির খেলোয়াড় আলী মাজরাশির হাতে বল লাগলে পেনাল্টি পায় আল-নাসের। সেখানে থেকে দলকে এগিয়ে নেন রোনালদো। লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল-নাসের। বিরতিতে যাওয়ার ১ মিনিট আগে কেসি গোলে করলে সমতায় ফেরে আহলি।

১-১ সমতায় থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে দুদল। ৮২ মিনিটে ব্রোজোভিচের ফের লিড পায় আল-নাসের। ৮৯ মিনিটে গোল ইবানেজের গোলে সমতায় ফেরে আহলি। ২-২ সমতায় শেষ হয় লড়াই। পরে টাইব্রেকারে ৫-৩ গোলে ম্যাচ জিতে সৌদি সুপার কাপ চ্যম্পিয়ন হয় আল-আহলি।

৪০ বর্ষী রোনালদোর এ গোলে অনন্য একটি রেকর্ড করেন। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে পেশাদার ফুটবল খেলায় সর্বোচ্চ চারটি আলাদা ক্লাবের হয়ে ১০০ বা তার অধিক গোল করার কীর্তি গড়েন তিনি।