‘সোশ্যাল মিডিয়া দেখার মতো সময় হাতে নেই’

‘সোশ্যাল মিডিয়া দেখার মতো সময় হাতে নেই’
‘সোশ্যাল মিডিয়া দেখার মতো সময় হাতে নেই’

ক্রিকেটারদের মাঠের ভেতর এবং বাহির- দুই দিকের চাপই সামলাতে হয়। এটি এখন আর নতুন কিছু নয়। বরং আরো বেশি পাকাপোক্ত হয়ে গেছে যেন এই বিষয়টি। তবে বাইরের আলোচনা-সমালোচনা যত বেশি এড়িয়ে মূল খেলায়, নিজের কর্মে মনোযোগ রাখা যায়, ততই ভালো। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও সেদিকেই ইঙ্গিত রাখলেন। আজ (২০ সেপ্টেম্বর) ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কথা বলেছেন এই ক্রিকেটার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পর্যন্ত ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়েই আলোচনা চলছে। কম আর বেশি, বাংলাদেশের খেলা থাকলে এসব আলোচনা চলতেই থাকে। ইদানীং সেই হার আরেকটু বেশি, বলতেই হয়। নিউজিল্যান্ডের সাথে প্রথম ওয়ানডে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনের এসেছিলেন এই সিরিজের অধিনায়ক লিটন দাস। তাঁর কাছেও প্রশ্ন গেল এ বিষয়ে।

লিটন বলেন,

“এখন এত পরিমাণে খেলা, সোশ্যাল মিডিয়া দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রত্যেক খেলোয়াড়েরই নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে, পরিবারকে সময় দেয়। আমার মনে হয় না কোনো খেলোয়াড়কে এসব প্রভাবিত করে।”

তা তো বটেই। এশিয়া কাপ শেষ হলো কিছুদিন আগেই। বাংলাদেশ তাঁদের সুপার ফোরের শেষ ম্যাচে ভারত’কে হারিয়ে দেশে ফিরেছে। দেশে ফিরেও বিশ্রাম নেই। আগামীকাল থেকেই শুরু হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। এই সিরিজ শেষ করেই আবার বিশ্বকাপে উদ্দেশ্যে ভারতে রওনা হবে দল। বিশ্বকাপে লিটনদের প্রত্যাশা অবশ্যই ভালো খেলা। তিনি এখন আছেন অধিনায়কের দায়িত্বে। দায়িত্বের জায়গা থেকে লিটন জানালেন, প্রথম কাজ ও মূল লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।

“আমি যখন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পেয়েছি আমার প্রথম কাজ ম্যাচ জেতা। সবার এই লক্ষ্যই থাকে। দিনশেষে ১০০ করলে বা ৫ উইকেটে পেয়ে ম্যাচ না জিতলে এটার মূল্য থাকে না। সব খেলোয়াড় পারফর্ম করতে চাইবে। একদিনে সবাই পারফর্ম করবে না, হয়ত ১-২ জন করবে। এটাই ক্রিকেট, এটাই হয়ে আসছে, সামনেও এটাই হবে। সবাই চেষ্টা করবে, যার কপাল থাকবে, দিন থাকবে, সে ভালো করবে। মূল লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।”

Scroll to Top