সোমবার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন ওউন্ড ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল। চ্যানেল আই অনলাইনকে বিষয়টি জানিয়েছেন ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম।
রবিবার রাত পৌনে দশটার দিকে সিয়াম জানান, এ কে রাতুলের মরদেহ তার উত্তরার বাসায় রয়েছে। সেখানে আত্মীয়স্বজনরা শেষবারের মতো দেখতে ভিড় করেছেন। পরিবারের সদস্যদের পাশাপাশি সেখানে সংগীত জগতের অনেকেই এসেছেন।
তিনি জানান, পরিবারের সিদ্ধান্তে সোমবার সকাল সাড়ে ৮টায় জানাজা শেষে বনানী কবরস্থানে হবে এ কে রাতুলের দাফন।
এসময় এতো কম বয়সে এ কে রাতুলের চলে যাওয়াকে ব্যান্ড সদস্যসহ পরিবার পরিজনের কেউ মেনে নিতে পারছেন না বলেও জানান সিয়াম। রাতুলকে নিয়ে স্মৃতিচারণ করে সিয়াম বলেন, এরকম একজন প্রতিভাবান মিউজিশিয়ান এবং সাউন্ড ইঞ্জিনিয়ারকে আমরা অকালেই হারিয়ে ফেললাম।
আগে থেকে কোনো শারীরিক জটিলতা ছিলো কিনা, এমন প্রশ্নে সিয়াম জানান, একেবারে ফিট ছিলেন রাতুল। সবকিছু নিয়মমাফিক করতে পছন্দ করতেন। নিয়মিত জিমেও যেতেন তিনি। কোনো শারীরিক জটিলতা তার ছিলো না।
আজকেও যখন হৃদরোগে আক্রান্ত হন রাতুল, তখন জিমেই ছিলেন তিনি। জানান সিয়াম।
এক সময়ের জনপ্রিয় চিত্রতারকা প্রয়াত জসীমের তিন ছেলের মধ্যে মেজ ছেলে ছিলেন এ কে রাতুল। বড় ছেলে এ কে সামীও ‘ওউন্ড’ ব্যান্ডের সদস্য, আরেক ছেলে এ কে রাহুল তিনিও মিউজিকের সাথেই জড়িত।