বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তী সৈয়দ আবদুল হাদী। নতুন গান গাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু চ্যানেল আই কর্তৃপক্ষ গেল দুই বছরেরও অধিক সময় ধরে চেষ্টা করছিলেন সৈয়দ আবদুল হাদীকে দিয়ে নতুন গান করানোর জন্য। অবশেষে তাদের সেই চেষ্টা সফল হয়েছে।
সৈয়দ আবদুল হাদী দর্শক শ্রোতাদের জন্য নতুন চারটি গানে কণ্ঠ দিয়েছেন। আজম বাবুর পরিকল্পনা ও পরিচালনায় ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ‘জীবনের গান’ অনুষ্ঠানটি প্রচার হবে।
;
‘জীবনের গান’ অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন জীবন্ত কিংবদন্তী গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। আর গানগুলো ভিডিও আকারে চ্যানেল আইতে প্রচারের জন্য ভিডিও নির্দেশনায় ছিলেন আজম বাবু।
নতুন এই চারটি গান করা প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, আমিতো আসলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে আর নতুন গান করব না। কিন্তু সাগর, জিয়া আর বাবু আমাকে অনেকটাই জোর করেই গাওয়ালো। সত্যি বলতে কী তাদের অবশ্য আমার প্রতি ভীষণ আন্তরিকতার কারণেই আমি তাদের না করতে পারিনি। ওরা আমাকে এত ভালোবাসে, শ্রদ্ধা করে কেমন করেই বা না করি। তাছাড়া মোহাম্মদ রফিকউজ্জামানের সঙ্গে আমার ষাট বছরের বন্ধুত্ব। কিছুদিন আগেই তার পাঠানো একটি গান আমার মনে লাগল। যেহেতু আমরা সমবয়সীও বটে। জীবনের ব্যাপারে আমাদের আবেগ অনুভূতি বলা যায় একই রকম। সে কারণে ইচ্ছে হলো গানটা গাই।
তিনি বলেন, এভাবেই আসলে গানগুলো করা হয়ে গেল। ভালো লেগেছে আমার কাছে, দর্শক শ্রোতারও ভালো লাগতে পারে। সবাইকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাই।