এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’ থেকে মঙ্গলবার সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। প্রতিপক্ষ তখনও অজানা ছিল। বুধবার গ্রুপপর্বের খেলা শেষে সেমিতে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পেয়েছে লাল-সবুজের দল।
মঙ্গলবার ‘এ’ গ্রুপ থেকে দুই সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে ভারত। সমান ম্যাচ খেলে এক জয় ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে নকআউটের টিকিট কাটে বাংলাদেশ। বাংলাদেশের সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে ছিটকে যায় মালদ্বীপ।

বুধবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে পাকিস্তান। তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়েছে তারা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ‘এ’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশকে প্রতিপক্ষ পেয়েছে তারা। দিনের অন্য ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারায় নেপাল। দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে ভারতের বিপক্ষে লড়বে তারা।
২৮ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-নেপাল। বিকেল ৪টায় গড়াবে লড়াই। একইদিনে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় সেমিতে লড়বে বাংলাদেশ-পাকিস্তান। ৩০ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।
