শনিবার রাতে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে লা লিগায় দুইয়ে নেমে গিয়েছিল বার্সেলোনা, শীর্ষে উঠে যায় আতলেতিকো। হান্সি ফ্লিকের দল এক দিন পর নেমে গেলে তিনে। আজ ঘরের মাঠে সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকে দুইয়ে উঠে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে আজ সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল। দুর্দান্ত এক গোল করা কিলিয়ান এমবাপ্পে ব্রাহিম দিয়াজকে দিয়ে করিয়েছেন আরেকটি। রিয়ালের অন্য দুটি গোল ফেদেরিকো ভালভের্দে ও রদ্রিগোর। ৫৩ মিনিটের মধ্যেই ৪-১ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল।