সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকাল রিয়াল | চ্যানেল আই অনলাইন

সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকাল রিয়াল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়ার বিপক্ষে দাপট দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। কাইলিয়ান এমবাপে-রদ্রিগোদের ঝলকে সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সালোনাকে টপকে দুইয়ে উঠে গেছে স্পেনের জায়ান্ট ক্লাবটি।

লা লিগায় ১৮ ম্যাচে রিয়ালে পয়েন্ট ৪০। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে নেমেছে বার্সা।

ঘরের মাঠে রিয়ালকে লিড এনে দেন এমবাপে। দশম মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠান রদ্রিগোর পাস থেকে বল পেয়ে। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। কামাভিঙ্গার পাস থেকে সেভিয়া জালে বল পাঠান স্পেন মিডফিল্ডার। ১৪ মিনিট পর স্বাগতিকদের হয়ে তৃতীয় গোলটি করেন রদ্রিগো। লুকাস ভাজকুয়েজের পাস থেকে গোল আদায় করেন।

এক মিনিট পর গোল শোধ করে সেভিয়া। সানচেজের ক্রস থেকে বল পেয়ে হেডে রিয়ালের জালে পাঠান আইজ্যাক রোমেরো। ৩-১ ব্যবধানে বিরতিতে যায় দুদল।

GOVT

বিরতির পর রিয়ালের হয়ে চতুর্থ গোলটি করেন ব্রাহিম দিয়াজ। ৫৩ মিনিটে এমবাপের পাস থেকে সেভিয়ার জালে বল পাঠান। ৮৫ মিনিটে আরেকটি গোল শোধ করে সেভিয়া। পিকে ফের্নান্দেজের থ্রো থেকে বল পেয়ে বাঁ-পায়ের শটে গোল আদায় করেন লুকেবাকিও। ৪-২ ব্যবধানে শেষ হয় লড়াই।

Shoroter Joba

Scroll to Top