সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট! – Allrounder BD

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট! – Allrounder BD

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা বিপিএলের পরবর্তী আসরের। তার আগে এই বছরের সেপ্টেম্বরে হতে পারে প্লেয়ার্স ড্রাফট। সোমবার সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন, “বিপিএলের গত আসরে যারা খেলেছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। বেশির ভাগ দল (আগামী আসরে) অংশগ্রহণ নিশ্চিত করেছে। দু-একটা দল এখনো সিদ্ধান্ত জানায়নি। তারা জানালে পরের পদক্ষেপ ঠিক করব। আমরা এরই মধ্যে একটা সময় নির্ধারণ করেছি প্লেয়ার্স ড্রাফটের। এরপর ধাপে ধাপে এগিয়ে যাব। প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে”

আগামী সেপ্টেম্বরে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হতে পারে বলে জানিয়েছেন নিজাম উদ্দিন চৌধুরী সুজন

আগামী ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে জাতীয় দল। প্রায় একমাস ক্যারিবিয়ানে থাকবেন নাজমুল হোসেন শান্তরা। এরপর জানুয়ারির প্রথম সপ্তাহে বিপিএল শুরু হওয়ার সম্ভাব্য সময়। বিপিএলের পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যাবে টাইগাররা।

আগামীকাল বিসিবির বোর্ড সভা হওয়ার কথা রয়েছে। যেখানে সবশেষ বিশ্বকাপে শান্তদের পারফর্ম্যান্স নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া নিয়ে হবে আলোচনা।

নিজাম উদ্দিন বলেন, “সভায় রুটিন বিষয়গুলোর বাইরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া নিয়ে বোর্ডে আলোচনা হবে”

Scroll to Top