সেঞ্চুরি করতে পারলেন না সাকিব – Allrounder BD

সেঞ্চুরি করতে পারলেন না সাকিব – Allrounder BD

সেঞ্চুরি করতে পারলেন না সাকিব – Allrounder BD

এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৫৯ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে দলের হাল ধরেন সাকিব আল হাসান। দুজনে মিলে গড়েছিলেন ১১৫ বলে ১০১ রান। উইকেটে এসে দারুণ খেলতে থাকা সাকিব ছুটছিলেন সেঞ্চুরির দিকে কিন্তু হতাশা নিয়ে ফিরেছেন তিনি। শার্দূল ঠাকুরের বলে বোল্ড হওয়ার আগে করেন ৮৫ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮০ রান।

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের আধিনায়ক রোহিত শর্মা। এদিন ওপেনিংয়ে নেমে শুরুতে আশা জাগিয়েছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু নিজের অভিষেকটা রাঙাতে পারেনিন এই ওপেনার। ১২ বলে ১৩ রান করে শার্দুল ঠাকুরের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এশিয়া কাপে প্রথম ওপেনিংয়ে নেমে নিরাশ করেছেন লিটন দাশ। রানের খাতা খোলার আগে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

টুর্নামেন্টে প্রথমবারের মতো সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি এনামুল হক বিজয়ও। শার্দুলের শট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে করতে পেরেছেন ১১ বলে ৪ রান। পাঁচ নম্বরে এসে ব্যর্থ হন দুই বার জীবন পাওয়া মেহেদি হাসান মিরাজ। দশম ওভারে তাঁর ক্যাচ মিস করেন তিলক ভার্মা ও সূর্য কুমার যাদব। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি মিরাজ। ১৪তম ওভারে অক্ষর প্যাটেলের বলে আউট হওয়ার আগে ২৮ বলে ১৩ রান করেন তিনি।

ভারতের হয়ে তিনটি উইকেট শিকার করেছেন শার্দূল ঠাকুর। মোহাম্মদ শামি ও অক্ষর প্যাটেল নিয়েছেন একটি করে উইকেট।

 

Scroll to Top