সেই ‘রাশি’ এবার নতুন পরিচয়ে

সেই ‘রাশি’ এবার নতুন পরিচয়ে

তবে শরীর ফিট রাখতে আলাদা করে কোনো কসরত করতে হয় না তাঁকে। তাঁর ভাষায়, ‘নিয়মিত নাচি, তাই আলাদা করে শরীরচর্চা করিনি।’ কৈশোরে স্বপ্ন দেখতেন মাধুরী দীক্ষিতের মতো নাচার। সেই স্বপ্নে জোর দিয়েই ভর্তি হয়েছিলেন নাচের স্কুলে। সেখানে শিখেছেন কত্থক, ভরতনাট্যম ও পাশ্চাত্য ঘরানার নৃত্য।
একটি ধারাবাহিক বদলে দিতে পারে একজনের জীবন, এই কথার বাস্তব উদাহরণ গীতশ্রী। ‘রাশি’ তাঁকে দিয়েছিল পরিচিতি, আত্মবিশ্বাস এবং আজকের গীতশ্রী হয়ে ওঠার ভিত। এবার নতুন ভূমিকায় তাঁর যাত্রা কতটা সফল হয়, সেটাই দেখার অপেক্ষা।

Scroll to Top