সুস্থতার পথে তামিম ইকবাল | চ্যানেল আই অনলাইন

সুস্থতার পথে তামিম ইকবাল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিকেএসপিতে সোমবার হার্ট অ্যাটাক করেছিলেন তামিম ইকবাল। হার্টে রিং পরানোর পর ধীরে ধীরে সুস্থতার পথে তামিম ইকবাল। সবার সাথে কথা বলার পাশাপাশি খাওয়া-দাওয়াও করতে পারছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। কার্ডিয়াক কেয়ার ইউনিট থেকে সন্ধ্যায় কেবিনে স্থানান্তর করা হবে তাকে। সব কিছু ঠিকঠাক থাকলে দু-একদিন পর বাসায় ফিরতে পারবেন দেশের সর্বকালের সেরা ওপেনার।

বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রুটিন চেক-আপের পর সংবাদ সম্মেলনে এই খবর জানান চিকিৎসক আরিফ মাহমুদ। তামিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রফেসর শাহাব উদ্দিন তালুকদারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

;

আরিফ মাহমুদ বলেছেন, ‘বোর্ড মিটিংয়ের প্রতিবেদন অনুযায়ী, তামিম খুব ভালো আছেন। খাওয়াদাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন। আজকে সিসিইউ থেকে তিনি রুমে চলে যাবেন। এরপর এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তিনি বাসায় যেতে পারবেন।’

প্রফেসর শাহাব উদ্দিন তামিমের বর্তমান শারিরিক অবস্থার কথা জানিয়ে বলেছেন, ‘কিছুক্ষণ আগে আমরা ইকোকার্ডিওগ্রাফ করেছি। হার্টের মুভমেন্ট সামান্য কমেছে। অন্যান্য সবকিছু যেমন আছে, তিনি খুব ভালো জীবনযাপন করতে পারবেন। ক্রিকেটে তিনি ফিরবেন কী ফিরবেন না, সেটা ৩-৪ মাস পর আমরা কার্ডিয়াক টিম ও ফিজিও বসে, তামিমের অবস্থা পর্যবেক্ষণ করে বলতে পারব।’

Scroll to Top