সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী | চ্যানেল আই অনলাইন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী হলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল।

রাষ্ট্রপতির আদেশক্রমে ২৮ আগস্ট আইন মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান সাক্ষরিত এসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতির অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে বদলি করা হলো। তাকে নির্ধারিত তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁঞা গত ২৫ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে শপথ গ্রহণ করেন।

এসএমএ/

Scroll to Top