সুপার লিগের সেরা দশে বাংলাদেশের ‘দুই’

সুপার লিগের সেরা দশে বাংলাদেশের ‘দুই’
সুপার লিগের সেরা দশে বাংলাদেশের ‘দুই’

২০২০ সালে শুরু হওয়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের শেষ হয়েছে বাংলাদেশ -আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ দিয়ে। সুপার লিগে সেরা তিনে আছে বাংলাদেশের নাম। তবে ব্যাট হাতে রান করা ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশিদের আধিক্য তেমন নেই।

সেরা দশে আছেন কেবল অধিনায়ক তামিম ইকবাল ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। ১৫ নম্বরে আছেন লিটন দাস (২৩ ইনিংসে ৬৫৫), ২২ নম্বরে সাকিব আল হাসান (২০ ইনিংসে ৬১৯)।

২১ ইনিংসে ৭৬.৫২ গড়ে ১৪৫৪ রান নিয়ে সবার উপরে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজম বাকিদের ধরাছোঁয়ার বাইরে। বাবর আজম ছাড়া সুপার লিগে ১০০০ এর বেশি রান করেছেন কেবল আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর (১০৬২)। ৯৯১ রান করে ১০০০ এর খুব কাছে গিয়েছিলেন টেক্টরের সতীর্থ পল স্টারলিং।

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক-

১. বাবর আজম (পাকিস্তান)- ২১ ইনিংসে ১৪৫৪ রান
২. হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড)- ২৪ ইনিংসে ১০৬২ রান
৩. পল স্টারলিং (আয়ারল্যান্ড)- ২৩ ইনিংসে ৯৯১ রান
৪. শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)- ২০ ইনিংসে ৮৫৫ রান
৫. ফখর জামান (পাকিস্তান)- ১৯ ইনিংসে ৮২৭ রান

৬. ইমাম উল হক (পাকিস্তান)- ১৯ ইনিংসে ৮২২ রান
৭. তামিম ইকবাল (বাংলাদেশ)- ২৪ ইনিংসে ৭৮৩ রান
৮. স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস)- ২৩ ইনিংসে ৭৬৭ রান
৯. টম ল্যাথাম (নিউজিল্যান্ড)- ২০ ইনিংসে ৭৫৯ রান
১০. মুশফিকুর রহিম (বাংলাদেশ)- ২০ ইনিংসে ৭৫৫ রান

Scroll to Top