সুপার ফোরে বাংলাদেশের তিন ম্যাচ কবে, কখন?

সুপার ফোরে বাংলাদেশের তিন ম্যাচ কবে, কখন?
সুপার ফোরে বাংলাদেশের তিন ম্যাচ কবে, কখন?

কাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৩ এর সুপার ফোর পর্ব। প্রথম ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ, লাহোরে সাকিবদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। এরপর শ্রীলঙ্কা, আর শেষ ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। 

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর পাকিস্তানে এসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। রোববার লাহোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানে জয়ে সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

আগামীকাল ৬ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপের সুপার ফোর পর্ব। শুরুর দিনেই লাহোরে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল পাকিস্তান। পরের ম্যাচেও খেলবে বাংলাদেশ, যা অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কায়, এবার টাইগারদের প্রতিপক্ষ লঙ্কানরা।

বাংলাদেশ দল এরপর পাবে লম্বা বিরতি। ১৫ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচে খেলবে ভারতের বিপক্ষে। এরপর টেবিলের শীর্ষ দুই দল ১৭ সেপ্টেম্বর মুখোমুখি হবে এশিয়া কাপের ফাইনালে।

সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ সূচি- 

৬ সেপ্টেম্বর, প্রতিপক্ষ পাকিস্তান, লাহোর গাদ্দাফি স্টেডিয়াম

৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম

১৫ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ভারত, রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম

বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড-

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাইম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।

Scroll to Top