সুপার ওভারে বাংলাদেশকে জেতালেন জ্যোতি – Allrounder BD

সুপার ওভারে বাংলাদেশকে জেতালেন জ্যোতি – Allrounder BD

সুপার ওভারে বাংলাদেশকে জেতালেন জ্যোতি – Allrounder BD

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে গড়ানো ম্যাচে নিগার সুলতানা জ্যোতির শেষ বলে মারা বাউন্ডারিতে জিতেছে বাংলাদেশ। সুপার ওভারে আগে ব্যাটিং করে সাত রান তুলেছিল পাকিস্তান। ৪ বলে ৬ রান তোলার পর সোবহানা মোস্তারির উইকেট হারায় বাংলাদেশ। এরপর শেষ বলে প্রয়োজন ছিল ২ রান কিন্তু টাইগাগ্রেস অধিনায়ক বাউন্ডারি মেরেই জয় নিয়ে মাঠ ছেড়েছে।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছিল বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক জ্যোতি। এছাড়াও ফারজানা হকের ব্যাট থেকে এসেছে ৪০ রান। বাংলাদেশের প্রথম ৫ ব্যাটারই করেছেন দুই অঙ্কের ঘরে রান।

জবাবে খেলতে নেমে ১৬৯ রানে থামে পাকিস্তানের ইনিংস। অতিথীদের হয়ে আট ব্যাটারই পেয়েছেন দুই অঙ্কের ঘরে রান। তবে শেষ ফিনিশিংটা দিতে পারেননি কেউ। সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেছেন শাদাব শামাস। এছাড়াও অধিনায়ক নিদা দার করেছেন ২৭ রান।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন রাবেয়া খান।

Scroll to Top