সুপার ওভারে নাহিদাদের হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৫ ছেলেরা | চ্যানেল আই অনলাইন

সুপার ওভারে নাহিদাদের হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৫ ছেলেরা | চ্যানেল আই অনলাইন

উইমেন’স চ্যালেঞ্জ কাপে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের সাথে পেরে উঠল না মেয়েরা। টুর্নামেন্টের শেষ ম্যাচে সুপার ওভারে মেয়েদের সবুজ দলকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বায়জিদ বোস্তামির দল।

মঙ্গলবার টসে জিতে আগে ব্যাটে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান করে অনূর্ধ্ব-১৫ দল। জবাবে নেমে ৯ উইকেটে ১৮৫ রানেই থামে সবুজ দলের ইনিংস।

সুপার ওভারে মেয়েরা আগে ব্যাটে নেমে ২ উইকেটে ৪ রান করে। জবাবে নেমে দুই বলেই জয় নিশ্চিত করে অনূর্ধ্ব-১৫ দল।

অনূর্ধ্ব-১৫ দলের শুরুটা ছিল বেশ বাজে। মাত্র ৪০ রানে ৫ উইকেট তুলে নেয় সবুজ দলের মেয়েরা। ষষ্ঠ উইকেটে আফ্রিদি তারিক ও আফজাল হোসেন জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। দুজন মিলে যোগ করেন ৯৮ রান। ১৩৯ রানে আফ্রিদি ফিরলে জুটি ভাঙে। ৮৩ বলে ৫০ রান করেন এই ব্যাটার। পরে প্রণব মণ্ডলকে নিয়ে ইনিংস শেষ করেন আফজাল। ৩ চার ও ১ ছক্কায় ১০৩ বলে ৬৭ রান করেন আফজাল। ১৮ বলে ২৪ রানে অপরাজিত থাকেন প্রণব মন্ডল।

সবুজ দলের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন ১৭ বছর বয়সী অফ স্পিনার নিশিতা আক্তার নিশি।

রানতাড়ায় নেমে দ্রুতই ফেরেন ফারজানা হক পিংকি, ৪ রান করেন। দ্বিতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন শারমিন সুপ্তা ও রুবাইয়া হায়দার ঝিলিক। শারমিন ৫৬ বলে ৩৬ ও রুবাইয়া ৬০ বলে ৩৩ রান করে ফেরেন।

এরপর সোবহানা মোস্তারি ও তাজ নেহার দ্রুত ফিরলে চাপে পড়ে যায় নাহিদা আক্তারের সবুজ দল। স্বর্ণা আক্তারকে নিয়ে দলকে এগিয়ে নেন নাহিদা আক্তার। ২৬ বলে ২১ রান করে আউট হন স্বর্ণা। ফারজানা ইয়াসমিন (৩৬ বলে ১৪) ও রাবেয়া খান (২০ বলে ১৩) ছোট ছোট দুটি ইনিংস দলকে এগিয়ে নেন।

শেষ ওভারে জিততে সবুজ দলের মেয়েদের লাগতো ৫ রান। প্রথম বলে ২ রান নিলেও পরের বল ডট খেলেন রাবেয়া। তৃতীয় বলে আউট হয়ে যান তিনি। পরে ক্রিজে গিয়ে পঞ্চম বলে ২ রান নেন সুলতানা খাতুন। কিন্তু শেষ বলে স্টাম্পড আউট হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে।

ব্যাট হাতে ফিফটির পর বোলিংয়ে ২৩ রানে ৩ উইকেট নেন আফ্রিদি।

Scroll to Top