কমিকস ভক্তদের মধ্যে মার্ভেল ও ডিসির দীর্ঘ আট দশকের পুরনো প্রতিদ্বন্দ্বিতা আবারও জেগে উঠেছে। কারণ— এবার বক্স অফিসে একে অপরকে টেক্কা দিতে আসা দু’টি সুপারহিরো মুভি ‘ফ্যান্টাস্টিক ফোর’ এবং ‘সুপারম্যান’-কে ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে বিতর্ক।
কমিকবুকের সুপারহিরো দ্য থিং-এর ‘ইট্স ক্লবেরিং টাইম!’ বলে মুষ্টি উত্থানের দৃশ্য হোক কিংবা সুপারম্যান এবং তার বিশ্বস্ত কুকুর ক্রিপ্টো-র দিন বাঁচানোর লড়াই—দর্শকরা তাদের পছন্দের ছবিটিকে সমর্থন করতে সিনেমাহলে ভিড় করছেন।
মার্ভেলের ‘ফ্যান্টাস্টিক ফোর’ এবং ডিসির ‘সুপারম্যান’-এর মধ্যে এই প্রতিযোগিতা শুধু বক্স অফিসের লড়াই নয়, বরং দুই কমিকস জায়ান্টের ভক্তদের মধ্যকার বিতর্ককেও নতুন করে উসকে দিয়েছে। কে কার চেয়ে শ্রেষ্ঠ, কোন ইউনিভার্স বেশি আকর্ষণীয়—এ নিয়ে অনলাইন থেকে অফলাইন পর্যন্ত চলছে তর্কের শেষ নেই!
এই মুভি দু’টির সাফল্য শুধু বাণিজ্যিকই নয়, ভবিষ্যতে কোন স্টুডিওর হাত থাকবে সুপারহিরো জগতের রাজমুকুট, তা নির্ধারণেও ভূমিকা রাখতে পারে।
সূত্র: রয়টার্স।
/এআই