অভিযোগের বিবরণে উল্লেখ রয়েছে, আসামী (১) রিজওয়ানা সিদ্দিকী (টিউলিপ রিজওয়ানা সিদ্দিক) পিতা শফিক সিদ্দিকী (শফিক আহমেদ সিদ্দিক) মা রেহানা সিদ্দিক ওরফে শেখ রেহানা। এই আসামীসহ অন্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ষড়যন্ত্র, অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসাবে ইস্টার্ণ হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রির মাধ্যমে গুলশানের ৭১ নম্বর সড়কে ১১এ ও ১১বি বাড়ির ফ্ল্যাট নম্বর বি/২০১ দখলে নেওয়ার সহযোগিতা করার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে টিউলিপকে ২২ জুন দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছিল। এদিকে অন্য আরেকটি নোটিশের স্মারক নম্বর আলাদা হলেও মামলার নম্বর ও বিষয়, নোটিশ জারির তারিখ, আসামি ও তদন্তকারী কর্মকর্তা—সবই এক।