উত্তর আফ্রিকার সুদানের দারফুর অঞ্চলে আধাসামরিক গোষ্ঠী (আরএসএফ)-এর হামলায় ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ঘটনায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ১৪৮টি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। তবে প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি হতে পারে বলছে সংস্থাটি। জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি জানান, তাদের তথ্য যাচাই প্রক্রিয়া এখনো চলছে। তিনি আরও বলেন, ‘বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যমতে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।’