সুদানের বিপক্ষে জামালদের প্রস্তুতি ম্যাচ অনিশ্চিত | চ্যানেল আই অনলাইন

সুদানের বিপক্ষে জামালদের প্রস্তুতি ম্যাচ অনিশ্চিত | চ্যানেল আই অনলাইন

আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করছে লাল-সবুজের দল। সেখানে প্রস্তুতি হিসেবে সুদানের বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা ছিল জামাল ভুঁইয়াদের। তবে হঠাৎ করেই সুদান কোচ জানিয়ে দিয়েছে আপাতত ম্যাচটি খেলার সুযোগ নেই তাদের কাছে। তাতে অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি।

বাফুফের পাঠানো ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান। জানালেন, সুদান কোচের সিদ্ধান্তের কারণেই প্রস্তুতি ম্যাচটি খেলা হয়নি।

‘আজকে ৮ তারিখে আমাদের একটা ম্যাচের কথা বলা হয়েছিল। সুদানের কোচ চেয়েছিলেন খেলতে, সে আমাদেরকে বলেছিলেন ৯ তারিখে ম্যাচটা খেলার জন্য। ৮-৯ তারিখের মধ্যে কোনটিতে খেলব, তা নিয়ে আমরা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে ছিলাম। গতকাল রাতেও তারা বলেছে আমরা ৮ তারিখে (শনিবার) ম্যাচ খেলব, কিন্তু সকালবেলা তারা বলেছে আজকে তারা খেলতে পারবে না, ম্যাচটা তারা পরবর্তীতে খেলবে।’

Scroll to Top