আনোয়ারুজ্জামান চৌধুরীর অভিযোগের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদী। সেখানে তিনি বলেন, ‘আমরা চিরাচরিতভাবে সৃজনশীল ও সৃষ্টিশীল রাজনীতিতে বিশ্বাসী, কোনো অপকর্ম আমরা সমর্থন করি না বা কোনো অপরাধীকে আশ্রয় বা শেল্টার দিই না। ইতিমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমরা হয় তাদের বহিষ্কার করেছি কিংবা তদন্তের আওতায় এনেছি, এসব প্রমাণ সবাই দেখেছেন।’
কয়েস লোদী স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘আমি মিডিয়ায় দেখেছি, লন্ডনে বসে সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সংবাদ সম্মেলনে বলেছেন তিনি নাকি শুনেছেন ২ এপ্রিলের ঘটনায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সরাসরি মদদ দিয়েছেন। কোনোরূপ তথ্য–প্রমাণ ছাড়া শুধু শোনা কথার ওপর ভিত্তি করে এ রকম ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমাকে বিস্মিত করেছে।’
বিগত আওয়ামী লীগ সরকারের নানামুখী নির্যাতন, জেল-জুলুম, গুমের রাজনীতি সারা দেশের মতো সিলেটেও অব্যাহত ছিল স্ট্যাটাসে উল্লেখ করে কয়েস লোদী আরও লেখেন, ‘সিলেটের রাজনীতিতে নোংরা কালিমা লেপনের চূড়ান্ত আঁচড় দিয়ে সুযোগ বুঝে তিনি (আনোয়ারুজ্জামান) পালিয়ে গেছেন। মাত্র আট মাসের মেয়াদে তিনি সিটি করপোরেশনে দলীয় নেতা-কর্মীদের অবৈধ নিয়োগ, টেন্ডারবাজি করে শতকোটি টাকার বাণিজ্য করেছেন। মেয়র কার্যালয়কে অস্ত্রের স্টোররুমে পরিণত করেছিলেন, যার তদন্ত চলমান আছে; এক সময় কর্তৃপক্ষ তা জাতির সামনে উপস্থাপন করবেন বলে বিশ্বাস করি।’