সিলেটে নিয়ম ভাঙলেন ফিলিপস, বাংলাদেশের অভিযোগ

সিলেটে নিয়ম ভাঙলেন ফিলিপস, বাংলাদেশের অভিযোগ
সিলেটে নিয়ম ভাঙলেন ফিলিপস, বাংলাদেশের অভিযোগ

করোনা মহামারীর পর থেকে আইসিসি স্বাস্থ্য সুরক্ষা নিয়ে খুবই সচেতন। তারই ধারাবাহিকতায় ক্রিকেটীয় আইনে যুক্ত হয়- বলে বোলাররা লালা ব্যবহার করতে পারবে না। তবে চলমান সিলেট টেস্টের ৩য় দিনে বলে লালা ব্যবহার করে এই আইন ভেঙেছেন নিউজল্যান্ডের গ্লেন ফিলিপস।

কেবল একবার নয়, দুইবার এমন নিয়ম ভাঙেন ফিলিপস। ঘটনাটি ঘটে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৩৪ তম ওভারে। একাধিকবার বলে লালা ব্যবহার করেন ফিলিপস, যা ব্রডকাস্টারের ক্যামেরার বদৌলতে ভেসে ওঠে টিভি পর্দায়।

এই ইস্যুতে অনফিড আম্পায়াররা কোনরূপ ব্যবস্থা নেয় নি। তবে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল নিশ্চিত করেছেন তাঁরা এই বিষয়টি চতুর্থ আম্পায়ার বরাবর জানিয়েছেন।

এটাকে বড় ইস্যু উল্লেখ করে নাফিস জানান তাঁরা অভিযোগ করেছেন ম্যাচ অফিসিয়ালদের।

আইসিসির নিয়ম বলে এমন ঘটনায় শাস্তি পায় বোলিং করা দল। সেক্ষেত্রে পেনাল্টি সূত্রে রান পাবার কথা ব্যাটিং করা দলের।

Scroll to Top