সিলেটে টিলাধসে একই পরিবারের ৪ জনের প্রাণহানি – DesheBideshe

সিলেটে টিলাধসে একই পরিবারের ৪ জনের প্রাণহানি – DesheBideshe



সিলেটে টিলাধসে একই পরিবারের ৪ জনের প্রাণহানি – DesheBideshe

সিলেট, ০১ জুন – সিলেটের গোলাপগঞ্জে টিলাধসে একই পরিবারের চারজন নিহত হয়েছে। নিহতেরা হলেন মা-বাবা ও তাদের দুই সন্তান।

শনিবার (৩১ মে) দিবাগত রাত প্রায় ৩টা ১৫ মিনিটে উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান খলকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে আমরা খবর পাই যে একই পরিবারের চারজন টিলাধসে চাপা পড়েছেন। এখনও ঘরের নিচে আরও কেউ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০১ জুন ২০২৫



Scroll to Top