সিলেটে চোরাই পথে আনা আড়াই টন ভারতীয় কমলা জব্দ, গ্রেপ্তার ২

সিলেটে চোরাই পথে আনা আড়াই টন ভারতীয় কমলা জব্দ, গ্রেপ্তার ২

পুলিশ জানায়, সিলেটের মুরাদপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় তল্লাশিচৌকি বসায় পুলিশ। এ সময় সিলেটের দিকে যাওয়া একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে ১০০ ক্যারেট ভারতীয় কমলা জব্দ করে পুলিশ। প্রতিটি ক্যারেটে ২৬ কেজি করে কমলা ছিল। পরে পিকআপে থাকা দুজনকে আটক করা হয়। তাঁরা জানান, কমলাগুলো চোরাই পথে ভারত থেকে নিয়ে আসা হয়েছিল। জব্দ করা কমলার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭৭ হাজার টাকা।

Scroll to Top