সিরিয়া পরিস্থিতি : তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল

সিরিয়া পরিস্থিতি : তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল

সংবাদ সম্মেলনে ম্যাথু মিলার বলেন, ‘সামনে কীভাবে এগোনো যায়, তা নিয়ে আমরা তুরস্ক ও এসডিএফের সঙ্গে অব্যাহতভাবে আলাপ-আলোচনা করছি। যত বেশি দিন সম্ভব যুদ্ধবিরতি বাড়ানোই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য।’

‘সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে কোনো পক্ষ দেশটির বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষুদ্র স্বার্থ নিয়ে অগ্রসর হোক, তা আমরা চাই না’ তিনি যুক্ত করেন।

বিদ্রোহীদের ঝটিকা অভিযানের মুখে গত ৮ ডিসেম্বর ১২ দিনের মাথায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন হয়। তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। বাশারের পতনের পর পরিস্থিতি মোকাবিলায় গত সপ্তাহে প্রথমবারের মতো এসএনএ ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র।

Scroll to Top