বিদ্রোহীদের হামলার মুখে ৮ ডিসেম্বর সন্ধ্যায় সিরিয়া ছেড়েছিলেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদ। তবে দেশত্যাগের কোনো পরিকল্পনা ছিল না তাঁর। বাশার নিজেই এ বক্তব্য দিয়েছেন বলে সিরিয়ার প্রেসিডেন্টের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বাশারের কথিত ওই বিবৃতিতে বলা হয়, ‘প্রথমত আমার সিরিয়া ছাড়ার ঘটনা পরিকল্পিত ছিল না কিংবা এটি যুদ্ধের শেষ মুহূর্তে হয়নি, যদিও কেউ কেউ এমনটি দাবি করেছেন। বরং, আমি দামেস্কে বসেই ডিসেম্বরের ৮ তারিখ (রোববার) সকাল পর্যন্ত আমার দায়িত্ব পালন করেছি।’