নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। ৩ ম্যাচ সিরিজের শেষটি হারের পর তাই একেবারেই স্বাভাবিক মেজাজে ছিলেন না পাকিস্তানের ক্রিকেটাররা। দর্শকের কথায় চটে গিয়ে মেজাজ হারিয়ে মাঠেই পেটাতে যান খুশদিল শাহ।
মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪৩ রানে হেরে যায় পাকিস্তান। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা সেরে তখন পুরো পাকিস্তান দল ফিরছে ড্রেসিংরুমের দিকে। সেসময়েই মাঠে উপস্থিত কিছু দর্শক পাকিস্তানের সব খেলোয়াড়কে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য ছুঁড়ে দেন।
পাকিস্তানের গণমাধ্যমে খবর, দুজন আফগান নাগরিক পুরোটা সময় ক্রিকেটারদের নাম ব্যবহার করে তীর্যক বাক্য ছুঁড়ে দিচ্ছিল। খুশদিল তাদের থামতে বললেও তারা থামেননি। এরপরেই মেজাজ হারান তিনি।
Breaking news
The PCB has responded to the Khushdil Shah incident,
Two Afghan men misbehaved with Pakistani cricketers in Mount Maunganui. Khushdil Shah asked them to stop, but they continued to abuse him, prompting a reaction from the player: PCB pic.twitter.com/vQQVEtmsuW
— ٰImran Siddique (@imransiddique89) April 5, 2025
তাতে শুধু মেজাজ হারিয়েই ক্ষান্ত হননি খুশদিল। একেবারে বাউন্ডারি সীমানা পেরিয়ে সেই দর্শককে পেটাতেও এগিয়ে গিয়েছিলেন এই অলরাউন্ডার। যদিও উপস্থিত নিরাপত্তারক্ষী আর সতীর্থরা তাকে ফেরান। এমন আচরণে শাস্তি পেতে পারেন খুশদিল।