এই খবরটি পডকাস্টে শুনুনঃ
৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে ঘরের মাটিতে সংক্ষিপ্ত সংস্করণে তাদের হারিয়েছিল টিম টাইগার্স। পাশাপাশি ২০২২ সালের পর দেশের বাইরে জেতা প্রথম টি-টুয়েন্টি সিরিজও এটি। ক্যারিবীয় দ্বীপ সেন্ট ভিনসেন্টে কাব্য রচনা করার দিনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। পাশাপাশি এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের দল। এমন একটি জয়ের অপেক্ষায় ছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
কিংসটাউনের আর্নোস ভ্যালে স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ। জবাবে নেমে টাইগার বোলারদের তোপে ১৮৭.৩ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। সিরিজ নিশ্চিতের পর পুরস্কার বিতরণী মঞ্চে লিটন দাস জানিয়েছেন এমনটা। বলেছেন, ‘আমি খুব খুশি। শুধু আমি না, বাংলাদেশের সব মানুষ খুশি। আমরা এমন একটা জয়ের অপেক্ষায় ছিলাম।’
ব্যাটিং ধসের মধ্যে শামীম হোসেন পাটোয়ারি যেভাবে ব্যাট করেছেন তাতেই বাংলাদেশের জয়ের ভিত তৈরি হয়। সংগ্রহটা বড় না হলেও পরে বোলাররা নিজেদের কাজ করেছেন ঠিকঠাক। কৃতিত্ব দিতে ভুললেন না লিটন।
‘আমি যখন প্রথম বলের মুখোমুখি হয়েছিলাম, তখন এটা সত্যিই কঠিন উইকেটের মতো লাগছিল। অবশ্যই শামীমকে কৃতিত্ব দিতে হয়, সে যেভাবে খেলেছে, তার খেলায় পার্থক্য ছিল। এছাড়াও পুরো কৃতিত্ব বোলারদের। সব বোলারই ভালো করেছে। আমি যাদের হাতে বল দিয়েছি, তারা ঘুরে দাঁড়িয়ে উইকেট তুলে নিয়েছে।’