বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচ আগামীকাল। টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থ হয়ে এখন বাংলাদেশের লক্ষ্য টি-টুয়েন্টি সিরিজ জয়। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের বিশাল জয় তুলে সমতায় ফেরে বাংলাদেশ। বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে টিম টাইগার্স।
শেষ ম্যাচ নিয়ে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘প্রতিপক্ষকে নিয়ে চিন্তা তো দূরে শেষ ম্যাচে কি করেছি তাও গুরুত্বপুর্ণ নয়। কালকে আমরা তাদের যাতে হারাতে পারি তাই লক্ষ্য। এজন্য যা অস্ত্র নিয়ে যাওয়া দরকার তা নিয়েই যাবো।’
নাসুম আহম্মেদ ও শেখ মাহাদী হাসানকে খেলানো নিয়ে প্রশ্নের জবাব দেন কোচ সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমাদের অনেক সময় লাক্সারি করার সুযোগ থাকে না খেলোয়ারের অভাবে। একজনকে খেলালে আরেকজনকে বসাতে হবে তাই আমাদের ব্যালেন্স করেই দল সাজাতে হয়।’
‘সাকিব দলে থাকলে এমন সমস্যা হতো না। তখন এক্সট্রা একজন বোলার ও ব্যাটার খেলানো যেতো। ’ বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রসঙ্গও চলে সালাউদ্দিনের কথায়। সম্প্রতি গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ৩৮ বর্ষী বাঁহাতি তারকা।
তাওহীদ হৃদয়ের মন্থর গতির ব্যাটিং নিয়ে কোচ বলেন, ‘প্রত্যেকটা ছেলেই দলের জন্য খেলে। তিন নাম্বার পজিশনে খেলতেন তাওহীদ, পজিশন পরিবর্তনে ওর উপর হয়তো চাপ সৃষ্টি হচ্ছে। স্কোরবোর্ডে রান না থাকলে স্বাভাবিক খেলা খেলতে ব্যাহত হয় ব্যাটাররা। ’
খেলোয়াড়দের অভাব পূরণে সুযোগ কম পান বলে জানান এই কোচ। শুধু কোচরাই নয় এই সমস্যায় ভুগতে হচ্ছে নির্বাচকদেরও। সাদা বলের দুই সংস্করণে অন্যসব দলগুলোর চেয়ে বাংলাদেশকে বেশি পরিবর্তন আনতে হয়।