সিরিজ জয়ের মিশনে পাকিস্তানকে লিটনদের ১৩৪ রানের চ্যালেঞ্জ | চ্যানেল আই অনলাইন

সিরিজ জয়ের মিশনে পাকিস্তানকে লিটনদের ১৩৪ রানের চ্যালেঞ্জ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়েও দারুণ করেছিল বাংলাদেশ। ফলাফল ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে জয়। দ্বিতীয় টি-টুয়েন্টিতে ব্যাটিংয়ে ধুঁকেছে টিম টাইগার্স। জাকের আলি অনিকের ফিফটি এবং শেখ মেহেদীর দৃঢ়তায় পাকিস্তানের সামনে ১৩৪ রানের লক্ষ্য দিতে পেরেছে লিটন দাসের দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ গড়ে টিম টাইগার্স।

ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিমকে বসিয়ে একাদশে সুযোগ দেয়া নাঈম শেখ সুবিচার করতে পারেননি। ৭ বলে ৩ রান করে ফিরে যান ফাহিম আশরাফের বলে মোহাম্মদ হারিসের গ্লাভসে ক্যাচ দিয়ে।

৫ রানে প্রথম উইকেট হারানোর পর লিটন দাস ও পারভেজ হোসেন ইমন যোগ করেন আরও ২০ রান। ২৫ রানে জোড়া উইকেট হারায় টিম টাইগার্স। লিটন ৯ বলে ৮ রান করে ফিরে যাওয়ার পর রানআউট হয়ে তাওহীদ হৃদয় ফেরেন রানের খাতা খোলার আগেই।

২৮ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ফিফটি করা ইমন ফিরে যান ১৪ বলে ১৩ রান করে। চাপে পড়া বাংলাদেশের হাল ধরেন জাকের আলি অনিক ও শেখ মেহেদী হাসান। পঞ্চম উইকেটে ৪৯ বলে ৫৩ রানের জুটি গড়ে চাপ কাটিয়ে তোলেন।

১৪তম ওভারের শেষ বলে দলীয় ৮১ রানে পঞ্চম উইকেট হারায় টিম টাইগার্স। শেখ মেহেদী ফিরে যান মোহাম্মদ নেওয়াজের বলে লংঅফে হাসান নেওয়াজের হাতে ক্যাচ দিয়ে। দুটি করে চার ও ছক্কায় ২৫ বলে ৩৩ রান করেন টাইগার অলরাউন্ডার।

৯৩ রানে ষষ্ঠ উইকেট হারায় স্বাগতিক দল। আহমেদ ড্যানিয়েলের বলে বোল্ড হয়ে ফিরে যান শামীম হোসেন পাটোয়ারী। ৪ বলে ১ রান করেন। ১০০ রানে সপ্তম উইকেট যায়। ৪ বলে ৭ রান করা তানজিম সাকিব ফিরে যান সালমান মির্জার শিকার হয়ে। ১১১ রানে রিশাদ ফিরে যান। ৪ বলে ৮ রান করে আব্বাস আফ্রিদির বলে বোল্ড হন।

১৯.৩ ওভারে ১২৭ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। রানআউট হয়ে ফেরেন ২ বলে ১ রান করা শরিফুল। পরের বলে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের তৃতীয় টি-টুয়েন্টি ফিফটি পূর্ণ করেন জাকের। ৪৬ বলে ফিফটির পথে ছিল এক চার ও ৫ ছক্কার মার। ইনিংসের শেষ বলে ক্যাচ দেন জাকের। বাংলাদেশের ইনিংস থামে ১৩৩ রানে।

পাকিস্তান বোলারদের মধ্যে আহমেদ ড্যানিয়েল, আব্বাস আফ্রিদি ও সালমান মির্জা দুটি করে উইকেট নেন।

Scroll to Top