টরন্টো, ১০ জুলাই – ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিবিসিসিআই) বাংলাদেশ ও বন্ধুরাষ্ট্র কানাডার মধ্যে বাণিজ্যক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও প্রসারে আগামী ১৭,১৮,১৯ নভেম্বর ২০২৩ তারিখে কানাডার টরন্টোতে “ টরেন্টো ইন্টারন্যাশনাল সেন্টার” এ “সিবিসিসিআই ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩” নামে প্রথমবারের মত জাঁকজমকভাবে একটি বানিজ্য ও বিনিয়োগ মেলা আয়োজন করতে যাচ্ছে। মূলত কানাডার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও ব্যবসার সম্ভাবনা জানাতে এবং দেশটিতে বাংলাদেশী পণ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই পণ্যমেলায় আয়োজন সহযোগী হিসাবে কাজ করছে বাংলাদেশ সরকারের রপ্তানী উন্নয়ন ব্যুরো (EPB) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)। ইতিমধ্যে এই উদ্যোগে সংযুক্ত হয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BGMEA), বাংলাদেশ পাটকল এসোসিয়েশন (BJMA), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS), চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CCCI), রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (RCCI), ইন্ডিয়ান ইমপোর্টার্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (IICCI) এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (e-CAB)। এছাড়াও এই এক্সপোতে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ, কানাডার শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংগঠনসহ যুক্তরাষ্ট্র, ব্রাজিল, চিলি ও মেক্সিকো এর দূতাবাসসমূহ। এই এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হয়েছেন বাংলাদেশ ও কানাডা সরকারের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
বাংলাদেশের স্বাধীনতার অগ্রনায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির উদ্দেশ্যে এবং প্রবাসে বিশ্বশান্তির পক্ষে, গণমানুষের স্বাধীনতার পক্ষে তার যে অবদান তা বিশেষভাবে তুলে ধরতে “সিবিসিসিআই ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩” তে স্থাপন করা হবে “বঙ্গবন্ধু প্যাভেলিয়ন”। যেখানে বঙ্গবন্ধু’র একটি পূর্ণাঙ্গ ভাস্কর্য সহ তার জীবনের নানা-কর্ম, আলোকচিত্র, পোস্টার, দলিলাদি, গ্রন্থ, প্রকাশনাসহ ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের অডিও- ভিজুয়াল চিত্র তুলে ধরা হবে। উল্লেখ থাকে যে, এই পণ্যমেলা শেষে এ সকল আলোকচিত্র, পোস্টার, দলিলাদি, গ্রন্থ, প্রকাশনা এবং বঙ্গবন্ধু’র পূর্ণাঙ্গ ভাস্কর্য কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে প্রদর্শনের জন্য উপহার হিসাবে প্রদান করা হবে, যাতে করে যুগে যুগে কানাডার প্রবাসী বাঙ্গালী ও নতুন প্রজন্ম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন, কর্ম ও আদর্শ সম্মন্ধে জানতে পারে এবং বাংলাদেশের জন্য নিজেদের নিবেদিত করতে পারে।
সিবিসিসিআই সম্প্রতি কানাডার প্রখ্যাত রাজনীতিবিদ, ৩ বারের নির্বাচিত সাবেক এমপি জেমস ক্যারিজিয়ানিসকে তাদের নতুন লবিস্ট হিসেবে চুক্তিবদ্ধ করেছে। লবিস্ট হিসাবে, ক্যারিজিয়ানিস কানাডার বাজারে বাংলাদেশী পণ্য ও পরিষেবার প্রবেশের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, অর্থনীতির বৃদ্ধিতে অবদান রাখবেন। সিবিসিসিআই-এর অনারারি ট্রেড অ্যাডভাইজার হিসেবে ক্যারিজিয়ানিসের নিয়োগ বাংলাদেশ ও কানাডার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে গূরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, এই উৎসবে শুভেচ্ছাদূত হিসাবে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রনায়ক ফেরদৌস এবং জনপ্রিয় নায়িকা নিপুণ।
উল্লেখ্য, কানাডা ও বাংলাদেশের মধ্যে বানিজ্য বিনিময়ের মাধ্যমে দ্বী-পাক্ষিক উত্তরোত্তর উন্নয়নের লক্ষ্যে গত ৭ ফেব্রুয়ারি বনানীর হোটেল শেরাটনে জাঁকজমকভাবে কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিবিসিসিআই) আয়োজিত “কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩” এর রোড শো উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, পররাষ্ট্র মন্ত্রনালয়ের ডিজি (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম বাংলাদেশস্থ কানাডিয়ান সিনিয়র ট্রেড কমিশনার অ্যাঞ্জেলা ডার্ক সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী বু আব্দুল্লাহ, আবুধাবীর কানাডা বিজনেস কাউন্সিলের সভাপতি ধিয়া হুসেন,কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি পারভেজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার আজাদ, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারজানা আল সিবিসিসিআই এর প্রাক্তন সভাপতি আবু জুবায়ের দারা সহ সংগঠনের অন্যান্য পরিচালকবৃন্দ । একাধিক বিনিয়োগ-চুক্তি স্বাক্ষরের শেষে বিভিন্ন দেশ থেকে আগত ব্যবসায়ী ও অতিথিবৃন্দ আঁখি আলমগীর ও স্বপ্নিল সজীবের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন।
সংযুক্ত আরব আমিরাতের ২৫০টি কোম্পানির কর্ণধার ড. বু আব্দুল্লাহ ওই অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়ে বাংলাদেশের চিকিৎসা-সেবা ও বিনোদন ক্ষেত্রে বড় ধরণের বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেন।
জাতিসংঘের COMTRADE ডাটাবেজ এর তথ্যানুযায়ী ২০২২ সালে কানাডা বাংলাদেশ থেকে প্রায় ২.০২ বিলিয়ন ডলারের পণ্য আমদানী করেছে। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী ২০২০ সালে বাংলাদেশ থেকে কানাডায় রপ্তানীকৃত পণ্যের পরিমাণ ২.০৩ বিলিয়ন, যার মধ্যে রয়েছে তৈরি পোশাক, টুপি, জুতা, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ। অন্যদিকে, বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী ২০২০ সালে কানাডা থেকে বাংলাদেশে রপ্তানীকৃত পণ্যের পরিমাণ ৪০১.৫৯ বিলিয়ন যার মধ্যে রয়েছে গম, ডাল, লোহা বা ইস্পাত, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ। কানাডা হাইকমিশনের তথ্যানুযায়ী, এই মূহুর্তে কানাডার ব্যবসায়ীরা বাংলাদেশে তৈরি-পোশাক, পোরসেলিন, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, সিরামিক, টেবিলওয়্যার, নিটওয়্যার, হিমায়িত মাছসহ আরো নতুন নতুন পণ্যে বিনিয়োগ করতে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেছেন।
সিবিসিসিআই ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩ (CBCCI Trade & Investment Expo 2023)” আয়োজনের মধ্য দিয়ে কানাডার সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশের রপ্তানীখাতকে আরো শক্তিশালী করে একটি স্বাবলম্বী বাংলাদেশের স্বপ্নে অংশীদার হতে কাজ করে যাচ্ছে কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিবিসিসিআই)।
কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর বর্তমান নির্বাহী সভাপতি জনাব আরিফ রহমান “সিবিসিসিআই ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩” এর স্বপ্নদ্রষ্টা, বাস্তবায়নকারী এবং চেয়ার হিসাবে অগ্রগামী নেতৃত্ব প্রদান করেছেন। মূলত: বছর কয়েক আগে বাংলাদেশ ও বন্ধুরাষ্ট্র কানাডার মধ্যে বাণিজ্যক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও প্রসারে অগ্রণী ভূমিকা রাখতে সংগঠনটির বর্তমান নির্বাচিত কমিটির সদস্যদের কাছে আরিফ রহমান “সিবিসিসিআই ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এক্সপো” এর রুপরেখা ও পরিকল্পনা পেশ করেন। কমিটির সকল সদস্য তা ইতিবাচক হিসাবে গ্রহণ করেন এবং তাকে সাধুবাদ জানান ও এই এক্সপো বাস্তবায়ন করতে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদানের পাশাপাশি আরিফ রহমানকে “সিবিসিসিআই ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩” এর চেয়ার হিসাবে নির্বাচিত করা হয়। তারই ধারাবাহিকতায় আরিফ রহমান কানাডায় ও বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে যোগাযোগ স্থাপন করে তাদের আমন্ত্রণ জানান। সেই সাথে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রনালয়কে বিষয়টি অবহিত করেন এবং রপ্তানী উন্নয়ন ব্যুরো (EPB) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) কে আয়োজন সহযোগী হিসাবে সংযুক্ত করতে সফল হন। এ যাবত প্রায় ১৫টি ব্যবসায়িক সংগঠন জনাব আরিফ রহমানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন এই ট্রেডএক্সপো’তে কার্যকরিভাবে সংযুক্ত হতে।