গতকাল (১৬ ডিসেম্বর) টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ গড়ে অলআউট হয়েছে সিডনি থান্ডার। বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৫.৫ ওভারে ১৫ রানেই অলআউট হয় সিডনি থান্ডার। কোন ব্যাটারই ডাবল ডিজিটে পৌছাতে পারেননি।
থান্ডার ম্যাচ হারে ১২৫ রানে। এমন ম্যাচ শেষে টুইটার জুড়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বেশিরভাগই অবাক হয়েছেন সিডনির ১৫ রানে গুটিয়ে যাওয়াতে।
ইংল্যান্ডের হয়ে দুই ভিন্ন ফরম্যাটের বিশ্বকাপ জেতা বেন স্টোকস অবাক হয়ে টুইট করেন।
8-10 of 5 🤯🤯🤯🤯🤯🤯🤯
— Ben Stokes (@benstokes38) December 16, 2022
ইংল্যান্ড পেসার জফরা আর্চার ১৫ রানে অলআউট লিখে বিস্ময় প্রকাশ করেন।
15 all out ?!
— Jofra Archer (@JofraArcher) December 16, 2022
দক্ষিণ আফ্রিকার স্পিনার তাব্রাইজ শামসি লিখেছেন, ‘বিগ ব্যাশে এসব কি হয়েছে?’
What on earth just happened in that big bash game??? 🤯🤯🤯🤯🤯🤯#BigBashLeague #BBL12
— Tabraiz Shamsi (@shamsi90) December 16, 2022
অস্ট্রেলিয়া নারী দলের সাবেক ক্যাপ্টেন লিসা স্থালেকার লেখেন ১৫ রানে অলআউট হবার মত ঘটনা তিনি আগে দেখেননি।
Now I get somethings things don’t go to plans, luck isn’t on your side & you get rolled. But never have I seen a side be dismissed for 15…YES that is right 15!! 🤯🤯😱😱
— Lisa Sthalekar (@sthalekar93) December 16, 2022
সাবেক অজি ক্রিকেটার টম মুডি বলছেন এই রেকর্ড টিকে থাকবে দীর্ঘদিন।
Absolute shambles, a record that will stand for a very long time!! #BBL
— Tom Moody (@TomMoodyCricket) December 16, 2022