সিডনি থান্ডারের কান্ডে বিস্ময় কাটছে না স্টোকস-আর্চারদের

সিডনি থান্ডারের কান্ডে বিস্ময় কাটছে না স্টোকস-আর্চারদের
সিডনি থান্ডারের কান্ডে বিস্ময় কাটছে না স্টোকস-আর্চারদের

গতকাল (১৬ ডিসেম্বর) টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ গড়ে অলআউট হয়েছে সিডনি থান্ডার। বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৫.৫ ওভারে ১৫ রানেই অলআউট হয় সিডনি থান্ডার। কোন ব্যাটারই ডাবল ডিজিটে পৌছাতে পারেননি।

থান্ডার ম্যাচ হারে ১২৫ রানে। এমন ম্যাচ শেষে টুইটার জুড়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বেশিরভাগই অবাক হয়েছেন সিডনির ১৫ রানে গুটিয়ে যাওয়াতে।

ইংল্যান্ডের হয়ে দুই ভিন্ন ফরম্যাটের বিশ্বকাপ জেতা বেন স্টোকস অবাক হয়ে টুইট করেন।

ইংল্যান্ড পেসার জফরা আর্চার ১৫ রানে অলআউট লিখে বিস্ময় প্রকাশ করেন।

দক্ষিণ আফ্রিকার স্পিনার তাব্রাইজ শামসি লিখেছেন, ‘বিগ ব্যাশে এসব কি হয়েছে?’

অস্ট্রেলিয়া নারী দলের সাবেক ক্যাপ্টেন লিসা স্থালেকার লেখেন ১৫ রানে অলআউট হবার মত ঘটনা তিনি আগে দেখেননি।

সাবেক অজি ক্রিকেটার টম মুডি বলছেন এই রেকর্ড টিকে থাকবে দীর্ঘদিন।

Scroll to Top