টুর্নামেন্টের প্রথম অঘটন ঘটানো নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ডাচদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। একাদশে আজ একটি পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশের মতো নেদারল্যান্ডসও এই মুহূর্তে খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে নেই। চলতি ওডিআই বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র ১টি ম্যাচে জয়ের মুখ দেখেছে তারা। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দল এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে।
সব মিলিয়ে ওয়ানডেতে দু’বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। আগের দুই লড়াইয়ের মধ্যে ১টি করে জয় পেয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। আজ নেদারল্যান্ডসকে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।
বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে একবারের দেখায় জয় আছে বাংলাদেশেরই। ২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামে ডাচদের ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ-
তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
নেদারল্যান্ডস একাদশ-
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাখ, রুলফ ভ্যান ডার মারওয়ি, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকেরন।