সিজদা করা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য, বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

সিজদা করা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য, বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

জুমবাংলা ডেস্ক : হাসান জাফির তুহিনকে সিজদা করার আহ্বান জানানোয় বিএনপি নেতা রেজাউল করিম রেজার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চাটমোহরের সচেতন নাগরিক সমাজ। ধর্ম অবমাননাকর এমন বক্তব্যের জন্য রেজাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবিও জানানো হয়েছে।

সিজদা করা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য, বহিষ্কারের দাবিতে বিক্ষোভসিজদা করা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য, বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

গতকাল রবিবার রাতে চাটমোহর পৌর সদরের স্টার মোড় থেকে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহী মসজিদ মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

বক্তারা বলেন, চাটমোহরের নেতারা কখনো কারো পায়ে সিজদা করে রাজনীতি করেননি এবং ভবিষ্যতেও করবেন না। তাঁরা চাটমোহর থেকে ত্যাগী ও যোগ্যতাসম্পন্ন নেতৃত্বকে দলীয় প্রতীক বরাদ্দের জন্য দলের নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাজুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল শেখ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল, সাবেক যুবদল নেতা আল আমিন প্রমুখ বক্তব্য দেন।

Scroll to Top