ঈদে মুক্তি পাওয়া ছয় ছবির মধ্যে সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ দর্শকদের মধ্যে রীতিমত উন্মাদনা সৃষ্টি করেছে।
এমনকি দুদিন আগে ঈশ্বরগঞ্জে টিকিট না পেয়ে হল ভাংচুরের ঘটনা ঘটেছে। পাশাপাশি দর্শকদের চাপ সামলাতে মধ্যরাতে বিশেষ প্রদর্শনীর খবর এসেছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স থেকে।
হল কর্তৃপক্ষ ফেসবুকে পোস্ট দিয়ে জানায়, “বরবাদ” দর্শকের ভালোবাসা ও বিপুল আগ্রহ এবং চাহিদার কারণে ঈদের দ্বিতীয় দিন রাত ১১:৫৫ থেকে বিশেষ শো চালু করা হয়েছে। প্রথমদিন প্রথম শো থেকে সব শো হাউজফুল দিচ্ছে।
মধুবনের ব্যবস্থাপনা পরিচালক রোকনুজ্জামান ইউনূস বলেন, বহুদিন পর ছবি দেখে দর্শক হলের মধ্যে শিষ দিচ্ছে তালি দিচ্ছে। অগ্রিম টিকিটের পাশাপাশি লম্বা লাইন দিচ্ছে কাউন্টারে। আশা করছি বরবাদ নতুন ইতিহাস গড়বে।
শাহরিন আক্তার সুমির প্রযোজনায় মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ মুক্তি পায় ঈদের দিন, রবিবার। নির্মাতার ভাষায়, বরবাদ এখন সারাদেশে রমরমা ব্যবসা করছে।
এদিকে, দর্শকদের চাহিদা পূরণে ইতোমধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে মুক্তির পর বাড়ানো হয়েছে শো। খোঁজ নিয়ে জানা যায়, সিনেপ্লেক্সে ৩৪ টি থেকে ৪৪টির বেশী শো করা হয়েছে। যমুনায় ৩টি থেকে ৯টি শো করা হয়েছে এবং লায়ন সিনেমাসে ৪টি শো থেকে ৯টি শো করা হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ের রূপান্তর সিনেমা হলে ঈদের দিন থেকে চলছে বরবাদ। সরেজমিনে দেখা যায়, সিনেমার এক শো শেষ না হতেই পরের শো’গুলোর জন্য দর্শক এসে ভিড় করতে। দর্শক চাপ সামলাতে মধ্য রাত থেকে শো চালাতে বাধ্য হচ্ছে হল কর্তৃপক্ষ।
সিনেমাটিকে শাকিব অভিনীত সেরা ছবি বলে মন্তব্য করেছেন সিনেমা দেখে বের হওয়া অসংখ্য দর্শক। একনিষ্ঠ শাকিব ভক্ত সাব্বির আহমেদ বলেন, শাকিব খানের জন্যই সিনেমা হলে যাই স্কুল পড়াকালীন থেকে। গত ১৫ বছরে তার সব ছবি আমার দেখা, সেই অভিজ্ঞতা থেকে বলছি- এখন পর্যন্ত শাকিব খানের শ্রেষ্ঠ ছবি ‘বরবাদ’।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেহেদি হাসান ঈদের ছুটিতে বাড়ি এসে রূপান্তরে বন্ধুদের সাথে দেখলেন ‘বরবাদ’। সিনেমা দেখে তিনি বললেন, বাংলা ছবি হলে গিয়ে খুব একটা দেখা হয় না, বন্ধুদের সাথে পড়ে ‘বরবাদ’ দেখলাম, শাকিব খানের অসাধারণ উপস্থাপন দেখলাম। তবে তিনি হলের প্রজেকশন সিস্টেম, সাউন্ড ও টেকনিক্যাল জিনিস নিয়ে করলেন বেশকিছু অভিযোগ।
ঈদে মুক্তি পাওয়া অন্য ছবি জংলি, দাগি, চক্কর ৩০২, অন্তরাত্মা, জ্বিন৩ এর মধ্যে দর্শক আগ্রহে শুরু থেকেই এগিয়ে ছিল শাকিব খান অভিনীত ‘বরবাদ’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ইতিবাচক রিভিউ দেখা যাচ্ছে সবচেয়ে বেশি। কেউ কেউ বলছেন, বরবাদ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক সিনেমা। আবার কেউ বলছেন এটি শাকিব খানের তুফানের চেয়েও ভালো সিনেমা। কেউ আবার রিভিউ দিচ্ছেন, বরবাদ পয়সা উসুল সিনেমা।
মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ বলেন, প্রথম দিন থেকেই মধুমিতায় বরবাদ বাম্পার ব্যবসা দিচ্ছে। এভাবে চলতে থাকলে প্রিয়তমা এবং তুফানের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে, দর্শকরায় ছবিটি নিয়ে ইতিবাচক কথা বলছেন।
তবে আরো একটি বিষয় চোখে পড়েছে, সেটি হচ্ছে ঢাকার মধুমিতা, ময়মনসিংহের ছায়াবাণী, যশোরের মনিহারে ব্ল্যাকে টিকিট বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
অন্যদিকে, ৪৪ টি শো হওয়ার পরেও সিনেপ্লেক্সে অনেক দর্শক টিকিট না পেয়ে হতাশ হচ্ছেন। তারা বলছেন বাধ্য হয়ে অন্য ছবিটিতে দেখতে হচ্ছে তাদের। একইসঙ্গে তারা বরবাদ এর আরো বেশি শো দাবি করছেন।