জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর থানার ফোর্ডনগর সোসাইটির যৌথ উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ শে ফেব্রুয়ারি) বিকেলে ফোর্ডনগর আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম।
এ সময় সভার সঞ্চালনায় ছিলেন সিংগাইর থানা ধল্লা ইউনিয়ন ফোর্ডনগর সোসাইটির সভাপতি গোলাম সারোয়ার মিলন।
সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ মো: জাহিদুর ইসলাম বলেন, সিংগাইর উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তিনি তার স্বাগত বক্তব্যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজসহ ইভটিজিংকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এছাড়াও অপরাধীকে অপপ্রচার ও গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় বক্তব্য কালে স্থানীয়রা চুরি-ডাকাতি ও মাদক রোধ করতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠকের পাশাপাশি পুলিশি টহল জোরদারের দাবি জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে আক্তার ফার্নিচারের চেয়ারম্যান জনাব মোঃ আক্তার হোসেন,মিলন গার্মেন্টস এর সম্মানিত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন, সিংগাইর থানার হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওহাব , নাদিয়া ফানিচার সি,ই,ও আব্দুল মজুমদার , সাভার পৌর যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম,মো: সানোয়ার হোসেন খান মেম্বার, ধল্লা বিট ইনচার্জ জয়নাল আবেদীন, সিংগাইর উপজেলার কৃষক দলের সাবেক সদেস্য সচিব মো: আল হাছান প্রমুখ। মতবিনিময় সভায় , ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।