<![CDATA[
মার্চে ম্যানচেস্টার ইউনাইটেডকে সাত গোলে হারানোর পর থেকে আর জয়ের মুখ দেখেনি লিভারপুল। এ সময়ে বোর্নমাউথ ও ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে তারা। আর ড্র কর এছে চেলসি ও আর্সেনালের বিপক্ষে। অবশেষে জয়ের ধারায় ফিরেছে অলরেডরা। ইল্যান্ড রোডে লিডস ইউনাইটেডের বিপক্ষে গোল উৎসব করেছে ইয়ুর্গেন ক্লপের দল।
সোমবার (১৭ এপ্রিল) লিডসের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিক লিডস ইউনাইটেডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক লিভারপুল। বড় জয়ের দিনে জোড়া গোল করেন মোহাম্মেদ সালাহ ও দিয়েগো জটা। বাকি গোল দুটি কোডি গাকপো ও ডারউইন নুনেজের। লিডসের পক্ষে একমাত্র গোলটি করেন লুইস সিনিস্টেররা।
মার্চের ৫ তারিখে ম্যানচেস্টার ইউনাইটেডকে অ্যানফিল্ডে সাত গোল দেওয়ার পর থেকেই লিভারপুলের সময়টা ভালো যাচ্ছিল না। পুঁচকে বোর্নমাউথের বিপক্ষে হার দিয়ে শুরু, এরপর ম্যানসিটির কাছে এক হালি গোল খাওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলায় নিজেদের মাঠেই রিয়াল মাদ্রিদের বিপক্ষেও হারের মুখ দেখে ক্লপ বাহিনী। জয়বঞ্চিত থাকে চেলসি ও আর্সেনালের বিপক্ষেও।
আরও পড়ুন:পেনাল্টি মিস করে ক্ষমা চাইলেন সাকা
অবশেষে লিডসের বিপক্ষে জয়ে ফিরল লিভারপুল। লিডসের মাঠে তাদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে অলরেডরা। ম্যাচের ৩৫ মিনিটে কোডি গাকপোর গোলে শুরু হয় লিভারপুলের এই গোল উৎসবের। অ্যালেক্সান্ডার আর্নল্ডের পাস থেকে গোল করেন এই ডাচ ফরোয়ার্ড।
গাকপোর গোলের চার মিনিট পর গোল পান মোহামেদ সালাহ। দিয়েগো জটার পাস থেকে ইয়ান মেসলিয়েরকে পরাস্ত করেন এই মিশরীয় ফরোয়ার্ড। লিডসের বিপক্ষে ৬ ম্যাচ খেলেই ৮ গোল করলেন ইজিপশিয়ান কিং।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ব্যবধান কমায় লিডস। অলরেড ডিফেন্ডার ইবরাহিম কোনাটের ভুলে বল পেয়ে অ্যালিসনকে পরাস্ত করেন লুইস সিনিস্টেররা। তবে ব্যবধান কমানোর আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি লিডসের। বরং এই গোল যেন আরও তাঁতিয়ে দেয় ক্লপের শিষ্যদের।
৫২ মিনিটে গোলের দেখা পেয়ে যান লিভারপুলের পর্তুগিজ উইঙ্গার দিয়েগো জটা। সুযোগ মিস করার পরের মিনিটেই কার্টিস জোন্সের পাস থেকে চমৎকার গোলটি করেন। প্রায় ১২ মাস পর লিভারপুলের জার্সিতে গোলের দেখা পেলেন জটা।
৬৪ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন সালাহ। তাকে এই গোলে সহায়তা করেন গাকপো। সালাহর দেখানো পথে ৭৩ মিনিটে দ্বিতীয় গোল করেন জোতা। তাকে সহায়তা করেন অধিনায়ক জর্ডান হেন্ডারসন।
আরও পড়ুন:আর্সেনালকে হতাশ করে শিরোপার হ্যাটট্রিক করবে সিটি?
লিডসের জালে ৯০ মিনিটে শেষ পেরেকটা ঠুকেন ডারউইন নুনেজ। উরুগুইয়ান স্ট্রাইকারকে গোলটিতে সহায়তা করেন অ্যালেক্সান্ডার আর্নল্ড।
এই জয়ে ৩০ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে ৮ নম্বরেই থাকল লিভারপুল। ৩১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে লিডস।
]]>