এই খবরটি পডকাস্টে শুনুনঃ
লিভারপুলের সঙ্গে মোহাম্মেদ সালাহর চুক্তির মেয়াদ আছে আর সাড়ে চার মাসের মতো। লম্বা সময় ধরে অ্যানফিল্ডে থাকা তারকাকে এখনও আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তির প্রস্তাব দেয়নি ক্লাব। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এসবের মধ্যেই মিশরীয় তারকাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক ক্লাব সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু দেজান লভরেন।
লিভারপুলের সাবেক লভরেন জানিয়েছেন, মোহাম্মেদ সালাহ লিভারপুলে থাকার চেয়ে চলে যাওয়ার খুব ‘কাছাকাছি’ আছেন। জুনেই সালাহর সঙ্গে অলরেডদের চুক্তি শেষ হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সালাহর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে, বলছেন ৩৫ বর্ষী ক্রোয়েট ডিফেন্ডার।
সালাহকে যথাযথ সম্মান দেয়নি জানিয়ে লভরেন বলেছেন, ‘আমাদের এখনও যোগাযোগ আছে। মাঝে মাঝে সালাহর সঙ্গে কথা বলি। তবে এখন যা বলব, তাতে আমাকে সতর্ক থাকতে হবে, কারণ আমি অনেককিছু জানি। সত্যি বলতে, আমি সঠিক পরিমাণ জানি না, তবে যাই হোক না কেন, যেটা সে চাইছে, আমি মনে করি সেটা তার প্রাপ্য। এটা খুবই সহজ, এই ছেলে মাঠেই প্রমাণ দিয়ে চলেছে।’
‘তার বয়সের জন্য নতুন করে চুক্তি নবায়ন হচ্ছে না, কারণ সে ৩৩ বছরে পা দিতে চলেছে। তবে ক্রিস্টিয়ানো রোনালদো তো ৪০ বছরেও খেলছে। মোহাম্মেদ সালাহ এখনও গোল করছে এবং শারীরিক ও মানসিকভাবে দুর্দান্ত অবস্থায় আছে। সে এখনও জাতীয় দলের হয়ে খেলছে, তাহলে সমস্যা কোথায়? সে তো রোনালদোর চেয়ে সাত বা আট বছর ছোট। তাহলে সালাহর সমস্যা কি?’
‘কেউ এর উত্তর পাচ্ছে না, তাই আমি এটা নিয়ে চিন্তা করি। আমি আশা করি শিগগিরই তারা এই বিষয়গুলো সমাধান করবে। তবে বর্তমান বাস্তবতা হচ্ছে, সে চলে যাওয়ার খুব কাছাকাছি রয়েছে। শেষে আমি এই সিদ্ধান্তে পৌঁছলাম যে ক্লাব তাকে যথাযথ সম্মান দেয়নি।’
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ২৬ গোল করেছেন সালাহ। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৮টি।