সালাম স্টিলের ডিলার সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল আই অনলাইন

সালাম স্টিলের ডিলার সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল আই অনলাইন
Channeliadds-30.01.24Nagod

সালাম স্টিল সারাদেশের ডিলারদের নিয়ে আয়োজন করেছে ‘ডিলার সম্মেলন-২০২৪’।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফাহমিদা গুলশান ও ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর হাসান আহমেদ সরোয়ার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালাম স্টিলের চেয়ারম্যান রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন ডিরেক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, ডিরেক্টর সৈয়দ মাহাবুব ইসলাম, ডিরেক্টর সৈয়দ আরাফাত সালামসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Reneta April 2023

আয়োজনে ডিলারদের ২০২৩ সালের বিক্রিতে অবদানের জন্য পুরস্কৃত করা হয়। পরে র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Scroll to Top