সম্প্রতি বলিউড তারকা সালমান খানের সঙ্গে দেখা করার আশায় বাড়ি ছাড়ে ভারতের দিল্লি শহরের তিন নাবালক। তার চারদিন পর মহারাষ্ট্রের নাসিক নামের একটি রেলস্টেশন থেকে উদ্ধার করা হয় তাদের।
পুলিশ জানিয়েছে, তারা তিনজনেই সুস্থ রয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, ঘটনাটি ঘটেছে গত ২৫ জুলাই। সেই তিন শিশুর বয়স ১৩, ১১ ও ৯ বছর। দিল্লির সদর বাজার এলাকার একটি স্কুলে তারা একসঙ্গে পড়ে। কোনো রকমে বাড়ির কাউকে কিছু না জানিয়েই সোজা রওনা দেয় মহারাষ্ট্রের দিকে।
পুলিশ সূত্রে খবর, অনলাইন গেম খেলার সময় তাদের পরিচয় হয়। সেখানে ওয়াহিদ নামের এক শিশু দাবি করে, সে সালমান খানের সঙ্গে একবার দেখা করেছে এবং তাদের সেই সুযোগ করে দিতেও পারে। সেই আশাতেই রওনা দেয় নাবালকগুলো।
পুলিশ ছেলেদের একজনের বাড়ি থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করে। সেই চিরকুটেই তারা উল্লেখ করেছিল, জালনায় ওয়াহিদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই তারা বেরিয়েছে। এটিই ছিল গোটা ঘটনার প্রথম সূত্র। এরপর তদন্তে জানা যায়, ছেলেরা দিল্লি রেলওয়ে স্টেশন থেকে একটি ট্রেনে ওঠে, যা সম্ভবত দিল্লি থেকে মহারাষ্ট্রগামী সচখণ্ড এক্সপ্রেস।
পরে যখন ওয়াহিদ জানতে পারে পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছে, তখন সে পিছিয়ে যায়। এতে ছেলেরা বিপাকে পড়ে এবং ট্রেন থেকে নেমে পড়ে নাসিক স্টেশনে। যদিও ওয়াহিদকে খুঁজে পাওয়া যায়নি, একটি সংক্ষিপ্ত ফোনকলের সূত্র ধরে পুলিশ শেষ পর্যন্ত ছেলেদের অবস্থান শনাক্ত করে। অবশেষে মঙ্গলবার, নাসিকের একটি রেলস্টেশন থেকে তিন ছেলেকে নিরাপদ অবস্থায় উদ্ধার করে পুলিশ। –পিঙ্কভিলা