গত কয়েক মাস ধরেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড অভিনেতা ও ভাইজান খ্যাত সালমান খান। এ পর্যন্ত বেশ কয়েক দফা হুমকি পেয়েছেন সালমান। সবশেষ সোমবার (১৪ এপ্রিল) বাড়িতে ঢুকে তাকে খুনের হুমকি দেয়া হয়।
শুধু তাই নয় বোমা মেরে তার গাড়ি উড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়। হুমকি বার্তাটি পাঠানো হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তবে ভালো সংবাদ হলো, হুমকি পাঠানো সেই যুবককে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।
হুমকি পাঠানোর ২৪ ঘণ্টা না পেরতোতেই গুজরাটের বডোদরা থেকে ২৬ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করা হয়।
তার নাম ময়াঙ্ক পাণ্ড্য। হোয়াটস্অ্যাপের মাধ্যমেই এই বার্তা পাঠিয়েছিলেন যুবক। বেশ কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
এর আগে শনিবার এক জ্যোতিষী জানিয়েছেন, যতই কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকুন, চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে সালমানের। নেপথ্যে তারই ঘনিষ্ঠজনরা!
/এটিএম