সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪০৫ জন | চ্যানেল আই অনলাইন

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪০৫ জন | চ্যানেল আই অনলাইন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আরও ১৪০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন এবং অন্যান্য ঘটনায় ৫০৫ জন।

রোববার (৪ মে) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৫০৫ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৪০৫ জনকে।

আভিযানিক কার্যক্রমে ১টি বিদেশি পিস্তল, ১টি পেন গান, ৬টি এলজি, ১টি রাইফেল, ১টি একনলা বন্দু, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

Scroll to Top