ফিমোরাল আর্টারি কেটে যাওয়ায় রক্তক্ষরণে ২-৩ মিনিটে ঢাকা বিশ্ব বিদ্যালয়য়ের শিক্ষার্থী সাম্য মারা যাওয়ার ঘটনাকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ছাত্রদল নেতারা।
তারা বলেন, পুলিশ ঘটনার মোটিফ উদঘাটন না করে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।
শনিবার (৩১ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন ঢাবি ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, হত্যাকাণ্ডের রাতে পুলিশ যথাযথভাবে ক্রাইমসিন সংরক্ষণ করেনি।
সাম্য হত্যাকাণ্ডের সাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যোগসাজশ রয়েছে বলেও দাবি করেন ছাত্রদল নেতারা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় উপাচার্য ও প্রশাসনের পদত্যাগ দাবি করেছেন তারা।