সামান্য টাকার হিসাব নিয়ে বচসা! কানে কামড়, কান ছিঁড়ে মুখে নিয়ে বাজার ঘুরল যুবক

সামান্য টাকার হিসাব নিয়ে বচসা! কানে কামড়, কান ছিঁড়ে মুখে নিয়ে বাজার ঘুরল যুবক

Last Updated:

হাতাহাতির মাঝেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনাটি। হঠাৎই গোবিন্দ মণ্ডল হিমাদ্রির কানে হিংস্রভাবে কামড় বসিয়ে দেন এবং কানের পাতা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। 

হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত যুবকসামান্য টাকার হিসাব নিয়ে বচসা! কানে কামড়, কান ছিঁড়ে মুখে নিয়ে বাজার ঘুরল যুবক
হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত যুবক

হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: টাকার বিবাদে কানে কামড়! স্বরূপকাঠি বাজারে রক্তাক্ত হিংসা। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি বাজার এদিন রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। সামান্য টাকার লেনদেনকে কেন্দ্র করে এক ব্যক্তির কানে কামড় বসিয়ে তা কেটে নেওয়ার রোমহর্ষক ঘটনা চমকে দিয়েছে স্থানীয় বাসিন্দাদের।

Scroll to Top