সামান্থা অতীত, শোভিতাকে বিয়ে করছেন নাগা

সামান্থা অতীত, শোভিতাকে বিয়ে করছেন নাগা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

আজ থেকে আড়াই বছর আগে চার বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টেনে নতুন পথের পথিক হয়েছিলেন দক্ষিণের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী সামান্থা ও নাগা চৈতন্য। একসময় দুজনকে পাওয়ার কাপল হিসেবে মানত সকলে। তবে ২০২১ সালে সামান্থা আর নাগা বিচ্ছেদের খবর দেন। এর কিছুদিন পর থেকেই নাগা চৈতন্যর সঙ্গে অভিনেত্রী শোভিতা ধুলিপালার প্রেমের খবর শোনা যাচ্ছিল। আজ (বৃহস্পতিবার) তাদের বাগদান হতে চলেছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস নিশ্চিত করেছে যে, তাদের বাগদানের খবর আসলেই সত্য। এই দুই অভিনেতা ৮ আগস্ট (বৃহস্পতিবার) বাগদান করবেন।

সামান্থা অতীত, শোভিতাকে বিয়ে করছেন নাগা

গণমাধ্যমগুলো জানিয়েছে, নাগার পরিবারেরও বেশ পছন্দ হয়েছে শোভিতাকে

জানা গেছে, বাগদানের অনুষ্ঠানটি খুব ব্যক্তিগত এবং অন্তরঙ্গ হবে এবং সন্ধ্যায় নাগার্জুনের বাড়িতে অনুষ্ঠিত হবে। নাগার্জুনই সম্ভবত সেই খবর প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। শোভিতার বাবা-মায়ের সঙ্গে উপস্থিত থাকবেন নাগা চৈতন্যের ভাই অমলা আক্কিনেনি ও অখিল।

 

একসময় দুজনকে পাওয়ার কাপল হিসেবে মানত সকলে

একসময় দুজনকে পাওয়ার কাপল হিসেবে মানত সকলে

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নাগার পরিবারেরও বেশ পছন্দ হয়েছে শোভিতাকে। ২০২৪ সালের শেষের দিকেই তারা গাঁটছড়া বাঁধবেন বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/এএসজি

Scroll to Top